রাজধানীর বেইলি রোডে আট তলাবিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। এই ভবনে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’সহ একাধিক রেস্তোরাঁ ও দোকান রয়েছে।
গ্রিন কোজি কটেজ নামের ভবনটির দোতলায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট রাত ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা শুরু করে। পরে একে একে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করছে। তবে রাত ১১টা ২৫ মিনিটেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে আগুন ক্রমশ উপরের দিকে ছড়িয়ে পড়ায় ভবনটির উপরের তলাগুলোর বাসিন্দাদের অনেকে আটকা পড়েছেন। রাত ১১টা পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে মইয়ের সাহায্যে নিচে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোঁরায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।’
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন জানান, ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে। ভবনটি থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে। সঙ্গে ধোঁয়ার কুণ্ডলি। বাইরে রাস্তায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছে।
আট তলাবিশিষ্ট ভবনটির দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরাঁ। উপরের তলাগুলো আবাসিক।
পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানান, বহুতল ওই ভবনের উপরের তলাগুলোর বাসিন্দারা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে তিন দফায় উপরের তলাগুলো থেকে নারী ও শিশুসহ অন্তত ১৫ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।