একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসে মুসলিমপ্রধান দেশের মানুষের জীবনধারা বদলে যায়। তবে এ মাসেও সেসব দেশে অনেকে ভ্রমণে যান। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়। ভ্রমণে যাওয়ার আগে বিষয়গুলো জেনে রাখলে সুবিধা হবে।
স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া: গন্তব্যে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের আচরণ সম্পর্কে জেনে নিন। পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানা থাকলে রোজাদার কিংবা অ-রোজাদার উভয়ের জন্য সেটা কাজে দেবে।
খাদ্য ও পানীয়: যেখানে যাচ্ছেন সেখানকার মানুষের খাদ্য ও পানীয় এবং আশপাশের স্থানীয় নিয়ম ও রীতিনীতি জেনে নিন। রোজার সময় জনসমক্ষে খাওয়া বা পান করা কিছু দেশে অবৈধ। আপনি যদি অ-রোজাদার হন, তাহলে যেসব দেশে দিনের বেলা খাবার পাওয়া কঠিন, সেখানে প্যাকেট লাঞ্চের বিষয়ে আপনার হোটেলের লোকদের সঙ্গে কথা বলুন।
পোশাক ও আচরণ: কিছু দেশ ও এলাকায় রমজান মাসে পোশাক ও আচরণের ওপর বিশেষ নিয়মকানুন থাকতে পারে। আপনার প্রয়োজন হতে পারে—
> হাত, পা ও কাঁধ ঢাকা পোশাক পরা
> নারীদের চুল ঢেকে রাখা
> জনসমক্ষে নারী-পুরুষের ঘনিষ্ঠতা এড়িয়ে চলা
> প্রকাশ্যে উচ্চ স্বরে গান বাজানো এড়িয়ে চলা।
যা করতে চান সব করা যাবে না: রমজান মাসে একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ মাসে ভ্রমণে আপনি যা করতে চান, তার সব করতে পারবেন না। রমজান আপনার ভ্রমণের সময় ও কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। কারণ অনেক দেশে স্থানীয়রা এ সময় রোজা রাখেন বলে কাজ না-ও করতে পারেন, কিংবা অল্প সময়ের জন্য কাজ করতে পারেন। ফলে পর্যটন গন্তব্য ও প্রয়োজনীয় পরিষেবা, যেমন পরিবহন, রেস্তোরাঁ ইত্যাদি তাঁদের সময়মতো সচল থাকতে পারে। এসব বিষয়ে নিজের মতামত কিংবা ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।