টাঙ্গাইল সদরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
উপজেলার করটিয়া এলাকায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর বলেন, সকাল সোয়া আটটার দিকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। পথে করটিয়া এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ‘ইঞ্জিনের মেরামতের কাজ চলছে। ঠিক হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।