মৌমাছির আক্রমণে আহত হয়েছেন ২০ জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত উত্তর বিলোনিয়া গ্রামে। আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার এক বাসিন্দা জানান, বিকেলে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। তার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের ওপর আক্রমণ শুরু করে মৌমাছির দল।
এই মৌমাছির দলের আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু-পাখিরাও। এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে।
এলাকার আরেক বাসিন্দা জানান, একটি গাছে মৌমাছিরা বাসা বেঁধেছিল। একটি পাখি মধু খাওয়ার জন্য এসে মৌমাছির বাসায় আক্রমণ চালালে এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের ওপর।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।