মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আমেরিকা কাঁপছে মেসি ঝড়ে। বিশ্বকাপ জয়ী এই তারকার বাঁ-পায়ের জাদু দেখতে গ্যালারিতে থাকে উপছে পড়া ভিড়। মেসির আগমনে ফুটবলের বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রে। আমেরিকায় সময়টাও বেশ ভালোই কাটছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই দলটিকে জিতিয়েছেন লিগস কাপ।
বিশ্বকাপ জয়ী মেসির ঝুলিতে এখন অর্জনের অভাব নেই। এবার সেই ঝুলিতে যোগ হলো নতুন এক অর্জন। প্রথম ফুটবলার হিসেবে আমেরিকার এক নম্বর জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন এই আর্জেন্টাইন তারকা। এই অর্জনে মেসি পেছনে ফেললেন টাইগার উডস, মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন জেমসের মতো লিজেন্ডদের।
একটি স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি এসএসআরএসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপজয়ী লিওনেল মেসিই এখন আমেরিকার এক নম্বর ক্রীড়াবিদের জায়গা দখল করলেন। এই কোম্পানির পোলিং ডাটা চালু করার পর থেকে ৩০ বছরের মধ্যে এই প্রথমবার কোনো ফুটবলার এই তালিকায় শীর্ষে থাকলেন।
প্রতিষ্ঠানটি প্রতি মাসেই প্রকাশ করে জরিপের ফলাফল। তবে শুধু এক মাস নয়, ২০২৩ সালের পুরো চতুর্থ কোয়ার্টার (অক্টোবর-ডিসেম্বর) ধরে এই তালিকার শীর্ষে ছিলেন মেসি।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।