মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে অনুষ্ঠানমালার সার্বজনীন সম্প্রচার উপলক্ষে গণমাধ্যম কর্মীবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে প্রতিষ্ঠিত্ব শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমও মিশন এর আয়োজনে শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রক্ষচারী।
বন্ধু প্রীতম ব্রক্ষচারী বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব চলবে এ বিশাল কর্মযজ্ঞে ভারত বাংলাদেশের প্রায় দেড় লক্ষ ধর্মীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এর অংশ হিসেবে আগামী ১ মার্চ আশ্রম থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। এ শোভাযাত্রায় ২৫ হাজারেরও বেশি ধর্মীয় অনুসারী ভক্তরা অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
৪দিনব্যাপী চলা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ জহর তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বর্ধন, রিঙ্কু দেব, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আমিরুজ্জামান,দিপঙ্কর ভট্টাচার্য,এসকে দাস সুমন, নান্টু রায়, আবুজার বাবলা, হৃদয় শুভ, সালাউদ্দিন শুভ, রাজন আবেদিন,সাইদুল ইসলাম, আনিছুর রহমান, রূপম আচার্য, রূপক দত্ত, প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমও মিশন এর শুভ দ্বারোদঘাটন ও শ্রী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠান সফল করতে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।