মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে সকাল ১০ টায় শিক্ষক-অবিভাবক, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় পরে বার্ষিক ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমীনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য বাকের আহমদ।
এছাড়াও বক্তব্য দেন জাগরণী ইসলামি তরুণ সংঘের সভাপতি মো. কলিম উদ্দিন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন, সুমাইয়া আক্তার, রোকসানা বেগম, ইয়াসমিন মজুমদার প্রমুখ।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।