চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে দুজন আহত হয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ডও।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা।
তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেটকার-মাইক্রোবাসসহ পাঁচ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হন
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।