ঢাকা বিভাগের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাগলের ঘরে ভোররাতে বাচ্চা খেতে এসে মারা পড়ল একটি মেছো বিড়াল। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষ মেছো বিড়ালটিকে একনজর দেখতে ভিড় জমান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে এ মেছো বিড়ালটি মারা পড়ে।
হেলাল মন্ডল বলেন, সোমবার ভোর ৪টার দিকে ছাগল ডাকাডাকি করে। এসময় অদ্ভুত একটা আওয়াজ পেয়ে পেঁয়াজ-রসুন কাঁটার দা হাতে নিয়ে এগিয়ে যাই। এসময় মেছো বিড়ালটি আমাকে আঘাত করলে হাতে থাকা দা দিয়ে আমিও পাল্টা আঘাত করি। এতে প্রাণীটি মারা যায়। মেছো বিড়ালটি লম্বা আড়াই ফুট হবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।