মিয়ানমার থেকে এক গুলিবিদ্ধ নারীসহ পাঁচজন রোহিঙ্গা শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শনিবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ সীমানন্তে ছোট নৌকায় করে তারা অনুপ্রবেশ করেন।
স্থানীয় এক জেলে জানান, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ সীমান্তের ওপার থেকে ছোট নৌকায় এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশে আসেন। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। অন্যরা নৌকার মাঝি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা তাদেরকে প্রতিহত করছি এবং রাতের মধ্যে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে আমরা সীমান্তে টহল আরও জোরদার করা অব্যাহত রেখেছি।’
টেকনাফ শাহপরীরদ্বীপ ৯ নম্বার ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে জেটি ঘাটে পৌঁছায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আসে। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।