সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু চত্বরে এ গণ-সংবর্ধনার আয়োজন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নোমান বখত পলিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা বাবু অমল কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা প্রমুখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।