মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ২০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২০ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃত্তি প্রদান করেন কাওছার হায়দরী-জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ডের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান ময়নু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এখলাছ আহমদ হায়দরী।
প্রধান অতিথি কাওছার আহমদ হায়দরী বলেন, তার ছেলে আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। তার পরামর্শে কাওছার- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ড গঠন করা হয়। আজ একটি মাদ্রাসার ১০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে ও এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের মাসিক ফি ও আনুষঙ্গিক ব্যয় হিসাব করে বৃত্তির এ টাকা প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামীতে আর বড় আকারে শিক্ষা বৃত্তি প্রদান করার ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।