মামলা ও হামলার ভয়ে দেশে ফিরতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী ও কমলগঞ্জ উপজেলার সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। গত বছরের জুলাই ও পাঁচ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে বিগত আওয়ামীলীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ ও কতিপয় পুলিশের হামলা ও আক্রমনে শত শত শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। সে সময়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলায় বর্তমানে অনেকেই কারাবরন করছেন।
জানা যায়, গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দমনে সাবেক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের উপর গুলি ও সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে।
এসময়ে জেলা পর্যায়েও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশন্ত্র হামলার ঘটনা ঘটেছে। সে সময়ে হামলার ঘটনায় কমলগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে হুকুমদাতাসহ ১৫০ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, আমার দেশের বাড়িতে মা-বাবার কাছে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে। মামলার আসামী হওয়ায় এখন আতঙ্কিত। দেশে ফিরলে মামলা, হামলার হুমকিও দিচ্ছে। তাই আতঙ্কগ্রস্ত আছি এবং বর্তমানে দেশে ফেরা আমার জন্য অনিরাপদ।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।