ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সোমবার সকালে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশের সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ।’
টেকনাফ সীমান্ত এলাকায় প্রচুর অপহরণের ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘টেকনাফ সীমান্ত এলাকায় যতজন অপহরণের শিকার হয়েছিল, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন, মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দখল করে রেখেছে।
‘সীমান্ত এলাকায় মিয়ানমার সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। এখন আমাদের দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখতে হচ্ছে। এখন মিয়ানমার সরকারের সঙ্গে আমরা সীমান্ত নিয়ে কোনো বৈঠকে বসতে পারছি না। আবার আরাকান আর্মি কোনো স্বীকৃতি পায়নি। তবে সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে।’
সীমান্ত এলাকায় অপহরণ ও মাদক চক্র সক্রিয় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার সীমানা এলাকায় অপহরণ চক্রের পাশাপাশি কয়েকটি মাদক চক্র সক্রিয় আছে। শুধু এক বদি ধরা পড়েছে। তবে বদি চক্রের অনেক সদস্য এখনও সক্রিয় রয়েছে৷ আমরা সবাইকেই আইনের আওতায় নিয়ে আসছে কাজ করে যাচ্ছি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে, ঠিক তেমনভাবে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না।’
সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছেন, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর নেওয়া হবে না।’
ওই সময় ভারতের মিডিয়ার অপপ্রচার বাংলাদেশের মিডিয়া যেভাবে প্রতিহত করছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।