মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে (৬জানুয়ারী) তিলকপুর মাঠে সারাদিন ব্যাপী বালক ও বালিকা টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বালক বিভাগে ডা: চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইব্রেকারে ৫ -৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরদিকে বালিকা বিভাগে কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ - ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাউয়ার গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দের হাতে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ডি.এম. সাদিক আল শাফিন ।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি এর আহব্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, সুমা ভট্টাচার্জ, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ভূইয়া রাজন রাজা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।